আজ রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ «» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ফসলি জমিতে বালি উত্তোলনের অভিযোগ, নির্দিষ্ট জায়গায় বালি উত্তোলিত হচ্ছে -দাবী ঠিকাদারের

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জে সরকারিভাবে বালি উত্তোলনের লীজ নিয়ে নির্দিষ্ট জায়গার বাইরে অবৈধভাবে ফসলি জমির বালি উত্তোলন করার অভিযোগ উঠেছে । এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এলাকাবাসীর পক্ষে জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবড়ী এলাকার মো: আব্দুল খালেক, মো: মিনার আলী ও ফটিক আলীসহ আরো কয়েকজন ভুক্তভোগী স্বাক্ষরিত একটি দরখাস্ত দিয়েছেন ভুক্তভোগীরা । দরখাস্তসূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা এলাকার মো: বজলুর রহমান বজলু নামক এক ঠিকাদার সদর উপজেলার আওতাধীন হরিরামপুর মৌজায় বালি উত্তোলনের লীজ নিলেও, হরিরামপুর মৌজার পাশে পরানপুর বলিহারপুর মৌজায় শিবগঞ্জ উপজেলার ধাইনগর জাবড়ী কাজীপাড়ার লোকজনের ফসলী জমি অবস্থিত । বর্তমানে বন্যার পানিতে নদীর দুই ধার প্লাবিত হওয়ায় লীজ নেয়া জমির সীমানা অতিক্রম করে তারা পরানপুর মৌজার ফসলি জমি থেকে বালি উত্তোলন করে ফসলি জমি নষ্ট করছে । সরেজমিনে গেলে, ভুক্তভোগী মো: আব্দুল খালেক, মাইনুল ইসলাম, মানিরুল ইসলাম, কাউসারুজ্জামান, শফিকুল ইসলাম ও মাবিয়া বেগম সহ আরো কয়েকজন জানান, ঠিকিদাররা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের হরিরামপুর মৌজার জমিতে বালি উত্তোলনের লীজ নিলেও শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পরানপুর মৌজার ফসলি জমি নষ্ট করে বালি উত্তোলন করছে । আমরা বারবার তাদেরকে বিষয়টি অবহিত করলেও তারা কোন কর্ণপাত করছেনা । অতপর আমরা জেলা প্রশাসক মহোদয়, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দরখাস্ত দিয়েছি, যাতে আমাদের এই ফসলি জমিগুলো নষ্ট করে বালি উত্তোলন না করে তারা নির্দিষ্ট এলাকার মধ্যেই বালি উত্তোলন করে । প্রায় দুই মাস থেকে ৩০-৩৫ টি ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে মোটামুটি ৬০ বিঘা জমি নষ্ট করেছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী । তবে, ঠিকাদার মো: বজলুর রহমান বজলু জানান, আমরা সরকারিভাবে যে হরিরামপুর মৌজার জমি লীজ নিয়েছি, সেখান থেকেই বালি উত্তোলন করছি, হরিরামপুর মৌজার ৩০০-৪০০ ফিট জায়গার মধ্যেই ১০-১৫ টি ড্রেজার চলে । আমরা আমাদের নির্দিষ্ট এলাকার বাইরে কোন বালি উত্তোলন করিনা । গোবরাতলা এলাকার আব্দুল মালেক বলেন, হরিরামপুর মৌজার মাটি থেকেই বালি উত্তোলন করা হচ্ছে, কিছু লোকজন যে মনিরামপুর মৌজার বালি উত্তোলনের অভিযোগ করছেন সেই মনিরামপুর মৌজা আরো কিছু দূরে অবস্থিত ।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, কেউ যদি এক জায়গার জমি লীজ নিয়ে অন্য জায়গার বালি উত্তোলন করে, তাহলে এটি অন্যায় । এলাবাসীর আমার নিকট একটি দরখাস্ত দিয়েছিলেন, আমি সেই প্রেক্ষিতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে বিষয়টি তদন্ত করে দেখার জন্য বলেছি । প্রয়োজনে আপাতত বালি উত্তোলন বন্ধ রাখার জন্যও আমি বলবো । তবে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, যেহেতু ঠিকাদার জেলা প্রশাসকের কার্যালয় থেকে লীজ নিয়েছেন, তাই আমি তাদেরকে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলেছি । এদিকে গোবরাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরজাদুর রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সহ একটি টীম এসে বালি উত্তোলনের সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন, তবে এখন বন্যার পানি বেড়ে যাওয়ায় তা আর বোঝা যাচ্ছে না ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :