বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

মোবারকপুরে বিপুল পরিমাণ পাতার বিড়ি ও তামাক সহ ১ জন গ্রেপ্তার

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১, ৬:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে শিবগঞ্জ উপজেলার ৪নং মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ী গ্রামের আজিজের বাড়ীর সামনের পাঁকা রাস্তায় অভিযান চালিয়ে ৩৬ হাজার ২২০ পিস ভারতীয় সিগারেট, বিড়ি তৈরির কাঁচামাল, তামাকের গুড়া ৪৭ কেজি ও ৫৩ কেজি তামাকের পাতাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর মেঘুবাজারের মৃত বেলায়েত আলীর ছেলে মো. নাজমুল ইসলাম (৪৬)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মোবারকপুরে ৩৬ হাজার ২২০ পিস ভারতীয় সিগারেট, বিড়ি তৈরির কাঁচামাল, তামাকের গুড়া ৪৭ কেজি ও ৫৩ কেজি তামাকের পাতাসহ নাজমুলকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তি চোরাকারবারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় ।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com