আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩

জুতার ভেতরে স্বর্ণ পাচারকালে সোনামসজিদ বন্দর থেকে আটক ১

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতে পাচারের সময় ৩টি স্বর্ণের বারসহ এক ব্যবসায়ীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে সোনামসজিদ স্থলবন্দরে পায়ের তলায় মোজার ভেতরে রাখা আনুমানিক ১৫ লক্ষ টাকা সমমূল্যের ৩টি বারসহ পাচারকারীকে আটক করে শুল্ক গোয়েন্দাে বিভাগের সদস্যরা।

আটক স্বর্ণ পাচারকারী ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ডের রামপুর এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে মোহাম্মদ আলী (৪৫)। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত বিভাগের রাজশাহী অাঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সুনন্দন দাস জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক স্বর্ণ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের কথা স্বীকার করেছে। ৩’শ গ্রামের ৩টি স্বর্ণের বার, একটি ভারতীয় সিম, ইসলামী ব্যাংকের একটি ব্ল্যাংক চেক, ৯’শ ৯৫ ভারতীয় রুপি, ১৬ হাজার টাকা, একটি মোবাইল ও পাসপোর্টসহ তাকে আটক করা হয়। রাজধানীর ঢাকা জুয়েলারী থেকে বারগুলো নিয়ে ভারতে পাচার করার কথা ছিলো পাচারকারী মোহাম্মদ আলীর।
তিনি আরো জানান, আটক পাচারকারী বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে । বৃহস্পতিবার বিকেলে সোনামসজিদ স্থলবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শুল্ক গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. শাজাহান মিয়া, সহকারী রাজস্ব কর্মকর্তা মাহমুদ আল হুসাইন খানসহ শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :