আজ বৃহস্পতিবার, ২৫ Jul ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জ পৌরসভার উন্নয়নের এদিক ওদিক

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বগ্রহনের ঠিক ১০০ দিন পর পূর্ববর্তী ১০০ দিনের উন্নয়নের চিত্র তুলে ধরে পরবর্তী ১০০ দিনের উন্নয়ন পরিকল্পনা ব্যক্ত করেছেন মেয়র মনিরুল ইসলাম । সোমবার ৫ জুন ২০২১ বিকেল ৪ টায় শিবগঞ্জ পৌর ভবনে এক সভায় মেয়র এসব তথ্য তুলে ধরেন । বিগত ১০০ দিনের উন্নয়ন হিসেবে বিগত দিনের বিভিন্ন বকেয়া পরিশোধ, কর্মচারীদের বন্ধ থাকা বেতনভাতা চালু, পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণ ও বদ্ধ থাকা ড্রেন পরিস্কারসহ জলাবদ্ধতা নিরসনের বাস্তবায়িত ও চলমান কাজের তথ্য তুলে ধরেন মেয়র সৈয়দ মনিরুল ইসলাম । আগামী ১০০ দিনের উন্নয়ন পরিকল্পনার মধ্যে চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করা, রাস্তা ও ড্রেন নির্মাণের নতুন প্রকল্প চালু, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা চালুকরণ ও পৌরসভার বিভিন্ন এলাকায় ডাসটবিন এবং পৌরসভার অর্থায়নে প্রতিটি বাড়িতে ভ্রাম্যমাণ ডাস্টবিন হিসেবে বালতি প্রদান ও তা সংগ্রহের অভিনব পদ্ধতি প্রণয়ন সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি । এসময় প্রধান অতিথি হিসেবে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজী আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ আহসান, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে উন্নয়নের একটি প্রামাণ্যচিত্রও তুলে ধরা হয় । এসময় উপস্থিত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ বিগত ১০০ দিনের উন্নয়নের চিত্র দেখে পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :