আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়ার আয়োজনে ঈদ পুনর্মিলনী «» উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল আলম উজ্জ্বল «» শিবগঞ্জে হিলফুল ফুজুল পরিবার এর আয়োজনে দোয়া, ইফতার ও কুরআন বিতরণ «» শিবগঞ্জে হিলফুল ফুজুল পরিবার এর আয়োজনে দোয়া, ইফতার ও কুরআন বিতরণ

শিবগঞ্জ পৌরসভার উন্নয়নের এদিক ওদিক

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বগ্রহনের ঠিক ১০০ দিন পর পূর্ববর্তী ১০০ দিনের উন্নয়নের চিত্র তুলে ধরে পরবর্তী ১০০ দিনের উন্নয়ন পরিকল্পনা ব্যক্ত করেছেন মেয়র মনিরুল ইসলাম । সোমবার ৫ জুন ২০২১ বিকেল ৪ টায় শিবগঞ্জ পৌর ভবনে এক সভায় মেয়র এসব তথ্য তুলে ধরেন । বিগত ১০০ দিনের উন্নয়ন হিসেবে বিগত দিনের বিভিন্ন বকেয়া পরিশোধ, কর্মচারীদের বন্ধ থাকা বেতনভাতা চালু, পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণ ও বদ্ধ থাকা ড্রেন পরিস্কারসহ জলাবদ্ধতা নিরসনের বাস্তবায়িত ও চলমান কাজের তথ্য তুলে ধরেন মেয়র সৈয়দ মনিরুল ইসলাম । আগামী ১০০ দিনের উন্নয়ন পরিকল্পনার মধ্যে চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করা, রাস্তা ও ড্রেন নির্মাণের নতুন প্রকল্প চালু, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা চালুকরণ ও পৌরসভার বিভিন্ন এলাকায় ডাসটবিন এবং পৌরসভার অর্থায়নে প্রতিটি বাড়িতে ভ্রাম্যমাণ ডাস্টবিন হিসেবে বালতি প্রদান ও তা সংগ্রহের অভিনব পদ্ধতি প্রণয়ন সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি । এসময় প্রধান অতিথি হিসেবে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজী আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ আহসান, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে উন্নয়নের একটি প্রামাণ্যচিত্রও তুলে ধরা হয় । এসময় উপস্থিত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ বিগত ১০০ দিনের উন্নয়নের চিত্র দেখে পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :