ডেস্ক রিপোর্ট : বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সপ্তাহব্যাপী সর্বাত্মক কঠোর লকডাউন চলছে সারাদেশে। লকডাউন কার্যকর করতে মাঠ পর্যায়ে মোতায়ন রয়েছে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব।বিভিন্ন স্থানে দেখা গেছে টহল দিতে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর তৎপর রয়েছেন। পাশাপাশি বিজিবি সেনাবাহিনী পুলিশ র্যাব মাঠে পর্যায়ে কাজ করে যাচ্ছে।
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ প্রশাসন পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, পুলিশ,র্যাব চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে সচেতন করতে ও লকডাউন কার্যকর করতে মাঠ পর্যায়ে নিষ্ঠার সাথে অক্লান্ত পরিশ্রম করে ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আজ বৃস্পতিবার (১জুলাই) সকাল ছয়টা থেকে চলছে সারাদেশে কঠোর লকডাউন,লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব,মাঠ পর্যায়ে নিষ্ঠার সঙ্গে বৃষ্টির মাঝে তারা দায়িত্ব পালন করে চলেছে, পাশাপাশি বিভিন্ন চেকপোস্টে রয়েছে প্রসাশনের ব্যাপক তৎপরতা ।