মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

শিবগঞ্জে ২ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

সোমবার, ২৮ জুন, ২০২১, ১:১৯ অপরাহ্ন

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন সহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব । র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সোমবার ২৮ জুন দুপুর ১:৩০ টায় জেলার  শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর বাজার ভোলা মোড়লের কসমেটিক্স দোকানের সামনে অবৈধ মাদকদ্রব্য সহ একজন অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে । এসময় জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার মৃত কসেন আলীর ছেলে মো: মারুফ হোসেনকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে আটক করে র‌্যাব । আটককৃত হেরোইনের আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লক্ষ টাকা বলেও জানায় র‌্যাব । এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রজু হয়েছে ।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com