নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লকডাউনের ৩য় দিনে নাচোলে ভ্রাম্যমান আদালত ৯ জনকে মামলা দিয়ে ৯ হাজার ১শ’হাজার জরিমানা করেছেন। জানাগছে, আজ বৃহস্প্রতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯জনকে মাস্ক ব্যবহার না করা, বেপরোয়া গাড়ি চালনো ও দোকানপাট খুলে রাখার অপরাধে ৯হাজার ১শ’ টাকা জরিমানা করেছেন।
তিনি আরো জানান, সর্বাত্তক লকডাউন বাস্তবায়নরে লক্ষ্যে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে। উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জ জেলায় হঠাৎ করে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭দিনের লকডাউন ঘোষনা করেন।
লকডাউনের ৩য় দিনে নাচোলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯টি মামলায় ৯ হাজার ১শত টাকা জরিমানা
সংবাদ ক্যাটাগরি : দেশজুড়ে || প্রকাশের তারিখ: 28 May 2021, সময় : 7:51 AM
আপনার মতামত দিন :