আজ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» জাতাহারা ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে মীম ওবায়দুল্লাহ্ «» শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

শিবগঞ্জ সাদিয়া ক্লিনিকে অস্বাভাবিক আকৃতির সন্তান প্রসব

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক অস্বাভাবিক দুই মাথার শিশুর জন্ম হয়েছে সাদিয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে। মঙ্গলবার রাতে অস্ত্রপাচারের মাধ্যমে ওই শিশুটির জন্ম দেন শিবগঞ্জ উপজেলার উজিরপুর জলবাজার এলাকার মোঃ সাদ্দাম আলীর স্ত্রী মোসাঃ শাহনাজ বেগম(৩০)।

মোঃ সাদ্দাম আলী জানান, প্রসবের ব্যাথা নিয়ে প্রথমে আমার স্ত্রীকে নিয়ে জমজম ক্লিনিকে ভর্তি করা হয়। স্বাভাবিক অবস্থায় সস্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন জমজম ক্লিনিক। কিন্তু দুই মাথার শিশু সন্তান! একটি মাথা ভূমিষ্ট হলেও আর একটি মাথা আটকে যায় মায়ের পেটেই।

ওখানে চিকিৎসকরা ব্যর্থ হলে এক মাথা পেটে ও এক মাথা বাহিরে নিয়েই মঙ্গলবার রাত ১১ টায় শিবগঞ্জের স্বনামধন্য সাদিয়া ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করা হয় ওই প্রসূতিকে। সন্তান প্রসবের যন্ত্রনায় মা যখন কাতর তাৎক্ষনিক ওটিতে নিয়ে অপারেশন করে দুই মাথা বিশিষ্ট্য শিশু সন্তানের জন্ম দেয় ওই প্রসূতি। কিন্তু দুর্ভাগ্য যে, শিশু সন্তানটি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে।

সাদিয়া ক্লিনিকের ডাঃ মোহাঃ শফিউল ইসলাম জানান, প্রথমে রোগীকে স্বাভাবিক অবস্থায় সস্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন জমজম ক্লিনিক। কিন্তু দুই মাথার শিশু সন্তান! একটি মাথা ভূমিষ্ট হলেও আর একটি মাথা আটকে যায় মায়ের পেটেই।

ওখানে চিকিৎসকরা ব্যর্থ হলে এক মাথা পেটে ও এক মাথা বাহিরে নিয়েই মঙ্গলবার রাত ১১ টায় শিবগঞ্জের স্বনামধন্য সাদিয়া ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে আসে। সন্তান প্রসবের যন্ত্রনায় মা যখন কাতর তাৎক্ষনিক ওটিতে নিয়ে অপারেশন করে দুই মাথা বিশিষ্ট্য শিশু সন্তানের জন্ম দেয় ওই প্রসূতি। কিন্তু দুর্ভাগ্য যে, শিশু সন্তানটি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। তবে সন্তানের মা এখন সুস্থ্য আছে।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :