আজ সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ «» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ

শিবগঞ্জে শেষ মুহুর্তের প্রচারণায় চমক দেখালেন উটপাখি প্রতীকের প্রার্থী গোলাম আজম

নিউজ ডেস্ক : আর মাত্র ১ দিন পরই আগামী ৩১ মার্চ ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন। আজ ২৯ মার্চ ২০২১ ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। এর আগে মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দের পরপরই স্ব স্ব প্রতীক নিয়ে প্রার্থীরা প্রচারণার মাঠে নেমে পড়লেও আজ শেষ বিকেলের প্রচারণায় মোটরসাইকেল শোডাউন দিয়ে টমক দেখালেন উক্ত নির্বাচনের উটপাখি প্রতীকের প্রার্থী মো: গোলাম আজম। শত শত মোটরসাইকেল নিয়ে নিজ নির্বাচনী এলাকা শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মর্দ্দানা এলাকায় শোডাউন করেন তিনি। শোডাউন শেষে শেষ মুহুর্তের প্রচারণাকালে প্রার্থী গোলাম আজম বলেন, নির্বাচনে আসার আগে এলাকার জনগন আমাকে যতটুকু উৎসাহ ও সমর্থন দিয়েছিল, নির্বাচনী মাঠে নেমে আসার পরে জনগন আমাকে আরো অনেক বেশি উৎসাহ ও সমর্থন দিয়েছেন। এই শেষ মুহুর্তের প্রচারণা পর্যন্ত আমি জনগনের যে সাড়া পেয়েছি তাতে আমি আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হলে আমি উটপাখি প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবো। এসময় সকলের সহযোগীতা ও দোয়াও কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ১৪ ই ফেব্রুয়ারি ২০২১ শিবগঞ্জ পৌরসভার নিয়মিত নির্বাচনের মাত্র কয়েকেদিন পূর্বে ৯ নম্বর ওয়ার্ডের বৈধ প্রার্থী মরহুম আব্দুস সালাম মারা গেলে নির্বাচনটি স্থগিত করেন নির্বাচন কমিশন। অত:পর পুন:রায় আগামী ৩১ মার্চ দিন ধার্য্য করে নির্বাচনের তফসীল ঘোষনা করেন নির্বাচন কমিশন।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :