নিউজ ডেস্ক : আগামী ১৪ ই ফেব্রুয়ারি ২০২১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । দেশের চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে এই শিবগঞ্জ পৌরসভার নির্বাচন । ইতোমধ্যেই মনোনয়নপত্র দাখিল করেছেন সকল প্রার্থীরা । বর্তমানে ভোটারদের নিকট পৌঁছে ভোট চাওয়ায় মেতে উঠেছেন প্রার্থীরা । থেমে নেই পথসভা, মিছিল ও উঠান বৈঠক সহ অন্যান্য প্রোগ্রামও । চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় রীতিমতো ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিঞা । তারই ধারাবাহিকতায় শিবগঞ্জ বাজারে আজ ২৫ জানুয়ারি সন্ধ্যায় এক উঠান বৈঠকে মিলিত হোন তিনি । বৈঠকে বক্তৃতাকালে উপস্থিত নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও শিবগঞ্জ পৌরসভা নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, আগামী ১৪ ই ফেব্রুয়ারি ২০২১ নির্বাচন পর্যন্ত ভোটের পরিবেশ যদি স্থিতিশীল থাকে তাহলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না । কেবল বিজয়ই নয়, বিপুল ভোটে বিজয় হবে বলেও বক্তব্যের মাঝে তিনি বলেন । এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের পৌর ও বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরাও উপস্থিত ছিলেন ।
ভোটের পরিবেশ ঠিক থাকলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবেনা -মেয়র প্রার্থী ওজুল মিঞা
সংবাদ ক্যাটাগরি : রাজনীতি || প্রকাশের তারিখ: 25 January 2021, সময় : 6:52 PM
আপনার মতামত দিন :