নিউজ ডেস্ক : আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য রহনপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস তার ইশতেহার ঘোষনা করেছেন।সোমবার বিকালে রহনপুর কলোনী মোড়স্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ ইস্তেহার ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান ,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার,যুগ্ন সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম প্রমুখ। ইশতেহারের ১৪টি বিষয়সহ বিশেষ তিনটি বিষয় তিনি উল্লেখ করা হয়।তিনি আরো বলেন,যে সকল ইসতেহার আমি ঘোষনা করেছি, আমি মেয়র নির্বাচিত হলে এর বাইরেও আরো অনেক উন্নয়ন করবো ।
রহনপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা
সংবাদ ক্যাটাগরি : রাজনীতি || প্রকাশের তারিখ: 25 January 2021, সময় : 6:34 PM
আপনার মতামত দিন :