আজ রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

শিবগঞ্জে সরকারি নিষেধাজ্ঞার পরও সরেজমিন কেটে চলছে পুকুর খনন, বিভিন্ন ঝুঁকিতে এলাকা

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মোবারকপুরে রাস্তার পাশেই সরেজমিন কেটে চলছে পুকুর খননের কাজ । উপজেলার মোবারকপুর টিকরি গঙ্গারামপুর গোরস্থানের পাশেই বিশাল আকারের বেশ কিছু আমগাছ কেটে ফেলে প্রায় ৪ বিঘা জমির উপরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই ১০-১৫ ফিট গভীর করে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন মোবারকপুর টিকরি এলাকার মৃত এহসান মোহাম্মদ এর ছেলে মাহতাব উদ্দীন । সরেজমিন কেটে মাটি সরিয়ে নিয়ে এমন গভীর পুকুর খননের ফলে আশে পাশের আমবাগান ও রাস্তাসহ অনেক কিছুই ঝুঁকির মধ্যে পড়বে বলে জানান এলাকাবাসী । সরেজমিন কেটে এমন গভীর পুকুর খননের বিষয়ে জানতে চাইলে জমির মালিক মাহতাব উদ্দীন প্রথমে সরকারি অনুমতি আছে বলে জানালেও কোন অফিসের অনুমতি আছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি । এ বিষয়ে মোবারকপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফাতিমা আকতার জাহান বলেন, গত কয়েকদিন পূর্বে সরেজমিন কেটে পুকুর খননের খবর পেয়ে আমি স্ব‌শরীরে উপস্থিত হয়ে খননের কাজ বন্ধ করে এসেছি । পরদিন ঐ জমির মালিক মাহতাব উদ্দীন আমার অফিসে এসে আর মাটি খনন করবেনা বলে জানিয়ে গেছেন । তারপরও কোন প্রকার অনুমতি ছাড়া যদি নতুন ভাবে খনন করে তাহলে এটি আইনত অপরাধ । শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফা সুলতানা জানান, কোন প্রকার সরকারি অনুমতি ছাড়া কেউ সরেজমিন কেটে গভীর করতে পারবে না । আমি স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তার মাধ্যমে তথ্য নিয়ে অনুমতি ছাড়া পুকুর খননের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব । এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, এর আগেই ঐ পুকুরে মাটি কাটা বন্ধ করে আসা হয়েছিল । তা অমান্য করে যদি আবারো খনন কাজ চালায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :