আজ শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» শিবগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত «» শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস

শিবগঞ্জে সরকারি নিষেধাজ্ঞার পরও সরেজমিন কেটে চলছে পুকুর খনন, বিভিন্ন ঝুঁকিতে এলাকা

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মোবারকপুরে রাস্তার পাশেই সরেজমিন কেটে চলছে পুকুর খননের কাজ । উপজেলার মোবারকপুর টিকরি গঙ্গারামপুর গোরস্থানের পাশেই বিশাল আকারের বেশ কিছু আমগাছ কেটে ফেলে প্রায় ৪ বিঘা জমির উপরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই ১০-১৫ ফিট গভীর করে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন মোবারকপুর টিকরি এলাকার মৃত এহসান মোহাম্মদ এর ছেলে মাহতাব উদ্দীন । সরেজমিন কেটে মাটি সরিয়ে নিয়ে এমন গভীর পুকুর খননের ফলে আশে পাশের আমবাগান ও রাস্তাসহ অনেক কিছুই ঝুঁকির মধ্যে পড়বে বলে জানান এলাকাবাসী । সরেজমিন কেটে এমন গভীর পুকুর খননের বিষয়ে জানতে চাইলে জমির মালিক মাহতাব উদ্দীন প্রথমে সরকারি অনুমতি আছে বলে জানালেও কোন অফিসের অনুমতি আছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি । এ বিষয়ে মোবারকপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফাতিমা আকতার জাহান বলেন, গত কয়েকদিন পূর্বে সরেজমিন কেটে পুকুর খননের খবর পেয়ে আমি স্ব‌শরীরে উপস্থিত হয়ে খননের কাজ বন্ধ করে এসেছি । পরদিন ঐ জমির মালিক মাহতাব উদ্দীন আমার অফিসে এসে আর মাটি খনন করবেনা বলে জানিয়ে গেছেন । তারপরও কোন প্রকার অনুমতি ছাড়া যদি নতুন ভাবে খনন করে তাহলে এটি আইনত অপরাধ । শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফা সুলতানা জানান, কোন প্রকার সরকারি অনুমতি ছাড়া কেউ সরেজমিন কেটে গভীর করতে পারবে না । আমি স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তার মাধ্যমে তথ্য নিয়ে অনুমতি ছাড়া পুকুর খননের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব । এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, এর আগেই ঐ পুকুরে মাটি কাটা বন্ধ করে আসা হয়েছিল । তা অমান্য করে যদি আবারো খনন কাজ চালায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :