নিউজ ডেস্ক : রংপুরের নব্দীগঞ্জ এলাকায় নকল চিপস ও ফুড আইটেম উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে চলা এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে সহযোগিতা করেন র্যাব-১৩ এর সদস্যরা।
জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, রংপুরের নব্দীগঞ্জ এলাকায় নকল চিপস ও ফুড আইটেম তৈরির কারখানায় মোবাইল কোর্ট চালানো হয়। কোন প্রকার অনুমোদন ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছিল। এছাড়া চিপস ও ফুড আইটেমে ক্ষতিকর কেমিক্যাল এর উপস্থিতি পাওয়া গেছে।
তিনি আরো বলেন, একই সঙ্গে কারখানা ও গোডাউন বন্ধ করা হয়েছে। নকল পণ্য তৈরির দায়ে ফ্যান্টাসি চিপস ও নুরজাহান এগ্রো ফুড এর সত্ত্বাধিকারী জাহিদুল হাসানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।