আজ শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» শিবগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত «» শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস «» জাকের পার্টির বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে শিবগঞ্জে কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা ও দোয়া অনুষ্ঠান «» চাঁপাইনবাবগঞ্জে ‘প্রতিদিনের চাঁপাই’ অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন «» শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদিকুল ইসলামের ১০ হাজার কম্বল বিতরণ «» শিবগঞ্জে ৪ হাজার কম্বল বিতরণ

শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ ১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা নামোচকপাড়ায় ৫৯ বিজিবির অভিযানে ২ কেজি ৮৫২ গ্রাম হেরোইনসহ ১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা নতুন উনিশবিঘা গ্রামের মালেক মেকারের ছেলে মো. সায়েম আলী (২০)। অভিযানের টের পেয়ে আজমতপুর হাজারবীঘি চাঁনপুর গ্রামের মেছের আলীর ছেলে শাহরিয়ার কামাল ডালিম (৩৮) পালিয়ে যায়।অভিযানে নগদ ২ হাজার ৬০০ টাকাও জব্দ করে বিজিবি।

জানা গেছে, ১৮ ডিসেম্বর শুক্রবার রাত ৮ টার দিকে চকপাড়া বিওপির নায়েব সুবেদার মো. রেনু মিয়ার নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৩/২-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি ৮৫২ গ্রাম হেরোইনসহ ১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।

এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি কোটি টাকার হেরোইনসহ ১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি।

গ্রেপ্তারকৃত সায়েম ও পলাতক ডালিমের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা রজু করা হয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :