নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্য বিয়ে দেয়ার অভিযোগে কনের বাবাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । বৃহস্পতিবার ১০ ডিসেম্বর ২০২০ দুপুরে অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ে দেয়ার অপরাধে উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর বড় বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে রেজাউল করিম (৫০) কে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত । এসময় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা । তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ের অনুষ্ঠান হচ্ছে জানতে পেরে শিবগঞ্জ থানা পুলিশের সহযোগীতা নিয়ে উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে কনের বাবা কে ৬ মাসের কারাদন্ড দেয়া হয় । অভিযান কালে বর পালিয়ে যায় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা ।
শিবগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের বাবার ৬ মাসের কারাদন্ড
সংবাদ ক্যাটাগরি : অপরাধ || প্রকাশের তারিখ: 10 December 2020, সময় : 6:12 PM
আপনার মতামত দিন :