আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩

চাঁপাইনবাবগঞ্জে ১৫টি ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ

কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ১৫টি ওয়ার্ডে দুস্থ, অসহায় ও গরীব গর্ভবতী মহিলা ও পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর বাৎসরিক গণশুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে রিসোর্স ইন্টিগ্রেশন (রিক) এর সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চিকিৎসা সেবা প্রদান করবেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও ফুলকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ১,২ ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোসা. মোসলেমা বেগম, সেবাদানকারী প্রতিষ্ঠান মেডিকেল সেন্টারের পরিচালক মো. সারোয়ার জাহান। এ ছাড়াও পৌরসভার বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের রোজ মেডিক্যাল সেন্টারের পরিচালক সারোয়ার জাহান, দুস্থ, অসহায়, গরীব পুরুষ ও গর্ভবতী মহিলাদের চিকিৎসার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মেয়র নজরুল ইসলাম ফ্রি চিকিৎসা প্রদানের জন্য রিক, রোজ মেডিকেল সেন্টার ও ল্যাব অয়ান মেডিকেল সেন্টারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ ফ্রি চিকিৎসা ক্যাম্প যেন আরও দীর্ঘ দিন চলে সে ব্যাপারে যথাযোগ্য ভূমিকা পালন করবেন বলেও জানিয়েছেন মেয়র ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :