আজ রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ «» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ১৫টি ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ

কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ১৫টি ওয়ার্ডে দুস্থ, অসহায় ও গরীব গর্ভবতী মহিলা ও পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর বাৎসরিক গণশুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে রিসোর্স ইন্টিগ্রেশন (রিক) এর সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চিকিৎসা সেবা প্রদান করবেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও ফুলকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ১,২ ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোসা. মোসলেমা বেগম, সেবাদানকারী প্রতিষ্ঠান মেডিকেল সেন্টারের পরিচালক মো. সারোয়ার জাহান। এ ছাড়াও পৌরসভার বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের রোজ মেডিক্যাল সেন্টারের পরিচালক সারোয়ার জাহান, দুস্থ, অসহায়, গরীব পুরুষ ও গর্ভবতী মহিলাদের চিকিৎসার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মেয়র নজরুল ইসলাম ফ্রি চিকিৎসা প্রদানের জন্য রিক, রোজ মেডিকেল সেন্টার ও ল্যাব অয়ান মেডিকেল সেন্টারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ ফ্রি চিকিৎসা ক্যাম্প যেন আরও দীর্ঘ দিন চলে সে ব্যাপারে যথাযোগ্য ভূমিকা পালন করবেন বলেও জানিয়েছেন মেয়র ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :