আজ বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা «» ভ্যান হারিয়ে দিশেহারা জেন্টু মিয়াকে ভ্যান কিনে দিলেন ইউএনও «» শিবগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন «» শেষ বয়সে মসজিদে জমি দিতে বললো বোন,  নিজের নামে লিখে নিল ভাই, বৃদ্ধার আর্তনাদ

শিবগঞ্জ পৌরসভার নৌকা প্রতীকের মনোনয়ন প্রার্থী সৈয়দ মনিরুলের আবেদন জমা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক ও দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিয়েছেন সৈয়দ মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আবেদন পত্র জমা দেন মনিরুল ইসলাম।

জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা নির্বাচন উপলক্ষে দলীয় হাইকমান্ডের নির্দেশনায় মেয়র পদে মনোনয়ন পেতে পৌর আওয়ামী লীগের নিকট প্রার্থী হতে ইচ্ছুকরা আবেদন জমা দিয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সেগুলো পর্যবেক্ষণ করে কেন্দ্রে পাঠাবে। কেন্দ্র জাচাই বাছাই শেষে যাকে বিবেচনা করবেন তাকেই প্রার্থী নির্বাচিত করা হবে।

সৈয়দ মনিরুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমল কবির (মুক্তা), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান।শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু।

শিবগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি তুষার মন্ডল, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, শিবগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি তৌহিদুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক মানিক, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আসিফ আহমদ সৌরভ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।

শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রান সাধারণ সম্পাদক আসিফ আহসান, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল, সাধারণ সম্পাদক আলী রাজসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :