মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

বিজয়ের মাসে বিজয়ী শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান জনি

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ৪:৪৩ পূর্বাহ্ন

প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপরেই শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে, যিনি বাংলাদেশ নামের এই ভূখন্ডকে স্বাধীন করে পৃথিবীর মানচিত্রে স্থান করে দিয়েছেন। আরো স্মরণ করছি সেই সকল বীর শহীদদের যাঁরা বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে এই মহান বিজয়ের মাসে বিজয়কে ছিনিয়ে নিয়ে এসেছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগ এই দেশের একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। এই সংগঠনের একজন নেতা হিসেবে মহান এই বিজয়ের মাসে মোবারকপুর ইউনিয়নের সকল ছাত্র সহ সর্ব পর্যায়ের মানুষকে জানাই মহান বিজয়ী শুভেচ্ছা। বিজয়ের এই মাসের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে চলে এই দেশটাকে সোনার বাংলাদেশে রূপান্তুরিত করতে পারি এই কামনা করছি।

আসাদুজ্জামান জনি
সমাজসেবা সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ
মোবারকপুর ইউনিয়ন শাখা
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com