নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালিত হয়েছে । বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২০ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা । কর্মবিরতি পালনকালে প্রধান বক্তার বক্তব্যে দাবী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো: আজহারুল ইসলাম বলেন, এর আগে ১৯৯৮ সালের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা, ২০১৮ সালের স্বাস্থ্যমন্ত্রীর ঘোষনা ও সর্বশেষ ২০২০ সালের ২০ ফেব্রুয়ারির মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ ও স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেডের বাস্তবায়ন চাই ।
বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন আয়োজিত কর্মবিরতি কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সংগঠনের শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ইব্রাহিম হোসেন, সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রাকিব রাইহান ও সুলতানা ইয়াসমিনসহ অন্যান্যরা । এসময় দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চালিয়ে যাওয়ারও ঘোষনা দেন বক্তারা ।