নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বসনবুড়ি ফকল্যান্ড মোড় বিদিরপুরে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার পিচ কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে এ কাজের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তার সাথে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বিভিন্ন প্রকল্পের আওতায় শহরের রাস্তা, ড্রেন নির্মাণ কাজ করা হচ্ছে। প্রথমে ইউজিপ প্রকল্পর অর্থায়নে শহরের রাস্তা ড্রেণ নির্মাণ ও সংস্কার কাজ করা হয়।
মেয়র বলেন, বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) এবং বাংলাদেশ সরকার (জিওবি)’র অর্থায়নে “তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প” (ইউজিআইআইপি-৩)’র অধীনে ৩য় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার একটি প্যাকেজের অনুমোদন পাওয়া গেছে।
এই প্যাকেজে রাস্তা রয়েছে ৮টি, যার দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার এবং ড্রেন রয়েছে ১০টি, যার দৈর্ঘ্য ৩ দশমিক ৮৮ কিলোমিটার।
আপনারা জানেন, কয়েকদিন আগে আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার সড়কের সদর মডেল থানা হতে সদর হাসপাতাল গেট পর্যন্ত ডিবিসি ও সিসি দ্বারা পুনর্বাসন ও ৫০০ মিটার ডাবল লেন রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের শেষে এই রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হবে ।