আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

ভোলাহাটে ভূয়া বর আটক, এলাকায় তোলপাড়

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভাইয়ের বদলে ভাই বিয়ে করতে এসে ঘর বন্দি হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ভোলাহাট উপজেলার পোল্লাডাংগার জিন্নাহনগর গ্রামে। ২৪ অক্টোবর শনিবার বর বদল করে বড় ভাই উপজেলার তাঁতীপাড়া গ্রামের আকরাম আলীর ছেলে সোহাগ বাবুর(২৯) পরিবর্তে ছোট ভাই সুজন(২৭) বিয়ে করতে আসলে কনে বাড়ির লোকজন ঘরের মধ্যে বর ও কোলবরকে বিয়ে প্রতারণা করার দায়ে ঘরে বন্দি করে রাখে। স্থানীয়রা জানায়, ছোট ভাই সুজন নেশা গ্রস্থ্য হওয়ায় কোথাও বিয়ে না হওয়ায় বড় ভাই সোহাগ বাবুকে কনে পক্ষকে দেখিয়ে বিয়ের দিন ঠিক হয়। পরে বড় ভাই বিয়ে করতে না এসে নেশা গ্রস্থ্য ছোট ভাই সুজনকে বিয়ের জন্য পাঠায়। বিয়ে বাড়ীতে এসে বর বদল দেখে কনে পক্ষ ক্ষীপ্ত হয়। পরে তাকে ও তার সাথের কোল বরকে ঘর বন্দি করে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে কনে পক্ষ খবর দেয়। ফলে উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন ও ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, সংশ্লিষ্ট ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল বারী বর পক্ষের মেম্বর আহসান হাবিব, আওয়ামীলীগ নেতা আরজেদ আলী ভুটুসহ অনেকেই ঘটনা স্থলে উপস্থিস হন। এ সময় বিয়ে প্রতারণার দায়ে উপস্থিত ব্যক্তিগণ বিয়ের খরচ ৩০হাজার ও জরিমানা ৩০ হাজার সর্ব মোট ৬০ হাজার টাকা ভূয়া বরকে দন্ড দেয়া হয়। ভবিষ্যতে এ ধরণের আর ঘটনা না ঘটে তার জন্য হাত জোড় করে মাফ চেয়েছে এবং বিয়ে বন্ধ করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে উপস্থিত দলদলী প্যানেল চেয়ারম্যান আব্দুল বারী ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ক্ষতিপূরণ ও জরিমানার ৬০ হাজার টাকা ভূয়া বরকে জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেন ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :