মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

শিবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১

শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ৭:১১ অপরাহ্ন

নিউজ ডেস্ক : দেশের যুব সমাজকে মাদকের ছোবল হতে বাঁচাতে প্রতিদিয়ত অভিযান পরিচালনা র‌্যাব-৫ এর সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৯ হাজার ৮’শ ৫০ পিস ইয়াবাসহ মোঃ সামির হোসেন কালু (১৯) নামে এক যুবককে আটক করেছে । শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা । অভিযানে আটককৃত সামির হোসেন কালু হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের মোঃ সাইদুল হকের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার সোনাপুরপাড়া গ্রামের জনৈক আছাড়ি হাজীর পুকুরের পাশে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিবার বিকেল ৩টা দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ সামির হোসেনকে আটক করে । এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com