নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের চন্দ্র নারায়নপুরে সদর থানা পুলিশে অভিযানে ৭’শ পিস ইয়াবা নিয়ে মোঃ হুমায়ন কবির (৫২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ হুমায়ন কবির হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়নপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে এ অভিযান চালায় সদর মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল। সদর মডেল থানার ওসি মোঃ মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুর ১ টার দিকে এসআই আমির সোহেলের নেতৃত্বে পুলিশের একটি দল সুন্দরপুর ইউনিয়নের চন্দ্র নারায়নপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ কবিরকে গ্রেফতার করে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
সংবাদ ক্যাটাগরি : অপরাধ || প্রকাশের তারিখ: 2 October 2020, সময় : 3:09 PM
আপনার মতামত দিন :