শ্যামপুর বন্ধন সেচ্ছসেবি সংগঠন আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর বাজারের বিভিন্ন স্থান ও শ্যামপুর হাজি মমতাজ মিঞা ডিগ্রি কলেজ চত্বরে বকুল মেহগনি গাছ লাগানোর মধ্য দিয়ে বৃক্ষরোপন কার্যক্রম পরিচালিত হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচিতে শ্যামপুর বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ রায়হান আলীর সভাপত্বিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণত সম্পাদক আল মামুন প্রচার সম্পাদক হায়দার আহমেদ সংগঠনের সদস্য মোঃ সামিরুল ইসলাম পলাশ, আশিক বাবু, সাহিন আহমেদ সাদ, আলাউদ্দিন, শহিদুল ইসলাম, সাইফুল্লাহ সহ সংগঠনের সদস্যবৃন্দ।
শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো রায়হান আলী বলেন, এটি আমাদের প্রথম পর্বের বৃক্ষরোপন কর্মসূচি, পর্যায়ক্রমে শ্যামপুরের ভিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসা,সরকারি ফাঁকা জাইগা রাস্তাঘাটে বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করা হবে । উল্লেখ্য, এলাকার তরুণদের নিয়ে গঠিত “শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন” রক্তদান কর্মসুচি, মাদক বিরোধী প্রচারণা ও মাদকের প্রতিবাদ, এলাকায় অসহায় দুস্থদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।