আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত «» শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ «» শিবগঞ্জে সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে ৪৬টি মন্ডপ পরিদর্শন «» শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু «» রাজশাহী সিটি কলেজের এক শিক্ষকের নেতৃত্বে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা «» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পৃথক ৩টি অভিযানে হেরোইন-ফেনসিডিলসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ও গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের নেতৃত্বে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম, এসআই অনুপ কুমার সরকার, এসআই আসগরসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযানগুলো চালায়।

জানা গেছে, প্রথম অভিযানে ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হামিদনগর এলাকা থেকে ২০ গ্রাম হেরোইনসহ আজম ও আলীমকে গ্রেপ্তার করা হয়।

দ্বিতীয় অভিযানে ১১ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিলসহ শফিকুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। শেষ অভিযানে ১১ সেপ্টেম্বর রাত পৌণে ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার ভোলামারী এলাকা থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ জামিল ও শামিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভোলামারী এলাকার সাইদুর রহমানের ছেলে মো. জামিল(৩৪), কাগমারীর মৃত সেরাজুলের ছেলে মো. শামিম (২৪), একই এলাকার মতিউর রহমান ফিটুর ছেলে আজম (৩২), চাঁনপুর বকরী বাজার এলাকার গাজলুর রহমানের ছেলে আলীম (৩৫) ও উত্তর জগন্নাথপুর নয়াগ্রামের মৃত রেনুর ছেলে শফিকুল ইসলাম (৩৮) । প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ তিনটি ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :