মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

অসহায় শিশুদের খাবার খাইয়ে জন্মদিন পালন করলেন ছাত্রলীগ সভাপতি রানা

সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ৫:৪১ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : সোমবার ৩১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজভি আলম রানার জন্মদিন । কিন্তু আজ জন্মদিনের কেক ছাড়াই পালিত হলো এই ছাত্রলীগ নেতার জন্মদিনের উৎসব । শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রে অসহায় শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করে জন্মদিন পালন করলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজভি আলম রানা । সোমবার ৩১ আগস্ট ২০২০ দুপুরে শোকের মাস হওয়ায় জন্মদিন উপলক্ষ্যে কেক না কেটেই শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রে এতিমদের সাথে খাবার নিয়ে সময় কাটান তিনি । সভাপতি রিজভী আলম রানা বলেন, শোকের মাসে জন্ম হওয়ায় এ দিনটি কেক কেটে উদযাপন না করে এবার নিজ সামর্থ্য অনুযায়ী এই দিনে এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন ও তাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করেছি । এসময় উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও সংবাদ
Theme Created By ThemesDealer.Com