ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. ফটিক অালী (৩০) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি দল।
গ্রেপ্তারকৃত ফটিক অালী সদর উপজেলার ১২ নং চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের, ১ নং ওয়ার্ডের মোঃ সোহবুল হকের ছেলে।
ইন্সপেক্টর রায়হান আহমেদ খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাখের আলী বাজারে এক ব্যক্তি মাদক বিক্রি করার জন্য অবস্থান করছে।
খবর পাবার পর সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতে অভিযান চালিয়ে ফটিক অালীকে বাখের অালী বাজারস্থ মুনির এন্ড গার্মেন্টস ক্লথ স্টোর এর সামনে পাঁকা রাস্তার উপর তার দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ইয়াবাগুলো নীল রঙের জিপার যুক্ত ছোট পলিথিনের মধ্যে ছিলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফটিক অালী দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৪৮।