আজ রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ «» শিবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত «» শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ «» শিবগঞ্জে সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে ৪৬টি মন্ডপ পরিদর্শন «» শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু «» রাজশাহী সিটি কলেজের এক শিক্ষকের নেতৃত্বে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা «» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

র‌্যাব-৫ এর মাদকবিরোধী অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প ও র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পৃথক ৩টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩১ বোতল ফেনসিডিল ও ২৭১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

২৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে, বিকেল ৪ টার দিকে এবং রাজশাহীতে সন্ধ্যা ৬ টার দিকে অভিযানগুলো পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শীর্ষ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বেহুলা গ্রামের মৃত হাবিবুল্লাহ গানুর ছেলে মো. কিরণ আলী (২৬) ও একই এলাকার মো. কেতাবুল আলীর ছেলে মো. নয়ন আলী (২৫), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ডের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. শাহজাহান আক্তার (৬১), দূর্গাপুরের মো. শাহজাহানের ছেলে মো. মাইনুল ইসলাম (৪০)।

আলী নগর রেলষ্টেশনের মৃত আসাদের মেয়ে মোছা. কমলা (৩০) হাড্ডিপট্টি এলাকার মো. ইছাহারের স্ত্রী মোছা. আজুফা (৫০), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি পশ্চিম ফুলমতি এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে চালক সাইফুর রহমান (৪৯) ও বাগেরহাটের মহতাব উদ্দিন তালুকদারের ছেলে সোয়াকুল বাবর তালুকদার ওরফে সোহাগ (৪৮)।

প্রেস-বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নয়াগোলা মোড়ের সায়েরা ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২৭১ পিচ ইয়াবাসহ ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ১ হাজার ৫০০ টাকাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

অপর আরেক অভিযানে পাঠান পাড়া ওয়ালটন মোড়ের রাস্তায় ৩১ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। যার ভেতর ২ জন নারীও রয়েছে।

অন্যদিকে রাজশাহী জেলার পুঠিয়া থানার ৭ নং ওয়ার্ডের একটি রাস্তার উপর অভিযান চালিয়ে একটি কার ও ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ২ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‌্যাব আরও জানিয়েছেন তারা শীর্ষ মাদক ব্যবসায়ী। এ ৩টি ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :