নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ফেনসিডিল সহ ৪ জনকে আটক করা হয়েছে । র্যাব ৫ সূত্রে জানা যায় রাজশাহীর সিপিসি ১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন পাঠান পাড়া (ওয়ালটন মোড়) রাস্তার উপর অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ৩১ বোতল ফেনসিডিলসহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । আটককৃতরা হলো সদর উপজেলার পাঠানপাড়ার মৃত রিয়াজ উদ্দীনের ছেলে শাহজাহান আক্তার (৬১) , দূর্গাপুর এলাকার শাহজাহান আলীর ছেলে মাইনুল ইসলাম, ২। মোঃ মাইনুল ইসলাম (৪০), আলীনগর রেলষ্টেশন এলাকার মৃত আসাদ আলীর মেয়ে কমলা বেগম (৩০) ও হাড্ডিপট্টি এলাকার ইসাহার আলীর স্ত্রী আজুফা বেগম । র্যাব জানায়, উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে ।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় ১ টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব ।