আজ সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» পৃথিবী সংবাদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি ইউসুফ, সম্পাদক চাঁদ «» শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণে ব্যস্ত পরিচালক নাহিদুজ্জামান «» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী

চাঁপাইনবাবগঞ্জে আরও ২ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২২৭

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে ২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত সোমবার রাতে ৫৬ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন সিভিল সার্জন অফিসে আসে। এ ৫৬ জনের মধ্যে ২৬ জনের রিপোর্ট পজিটিভ। আর মঙ্গলবার আসে আরও ২ জনের পজিটিভ। এ নিয়ে জেলাতে করোনা শনাক্তের সংখ্যা ২২৭ জন হলো।

গত ৭ ও ৯ জুলাই নমুনাগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি ল্যাবে পাঠানো হয়েছিল। এই ২৬ জনের মধ্যে সদর উপজেলারই ১৪ জন।

এদের মধ্যে নতুন দুজনের একজন শিবগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের হাজিপাড়া জালমাছমাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও শাহবাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাজারদিঘী গ্রামের ৫০ বছরের এক বৃদ্ধা।

সদর উপজেলারগুলো পুরাতন বাজার, পাঠানপাড়া, লাখেরাজপাড়া, ঢাকা বাসস্ট্যান্ড, আলীনগর, বালুবাগান, পিয়ারাবাগান, শ্রীরামপুর, চরঅনুপগরসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছে।

বাকি ১৪ জনের মধ্যে গোমস্তাপুর উপজেলায় ২ জন, নাচোল উপজেলায় ৬ জন ও ভোলাহাট উপজেলায় ৪ জন ও শিবগঞ্জ উপজেলার ২ জন রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে সোমবার রাতে করোনা শনাক্তের প্রতিবেদন এসেছে। এর মধ্যে ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তিনি জানান, এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলারই রয়েছেন ১৪ জন।

চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য উপজেলা মোটামুটি ভালো থাকলেও সদরের অবস্থা খারাপ। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা করোনার হটস্পটে পরিণত হয়েছে।

করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধির মুখে সর্বস্তরের মানুষকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান সিভিল সার্জন। মাত্র এক সপ্তাহেই চাঁপাইনবাবগঞ্জে ১২৬ জনের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :