নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ শাখার অভিযানে হেরোইন সহ ১ ব্যক্তিকে আটক করা হয়েছে । সোমবার ১৩ জুলাই ২০২০ সকাল ১০:৩০ টায় শিবগঞ্জের বালিয়াদিঘী পূর্বপাড়ার সেতাউর রহমানের ছেলে এনায়েত উল্লাহ রয়েল কে ১ লক্ষ টাকা মূল্যের ১০ গ্রাম হেরোইন সহ আটক করা হয় । মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইন্সপেক্টর রায়হান আহমেদ খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী থেকে উক্ত আসামীকে গ্রেপ্তার করি । তার সাথে থাকা ১০ গ্রাম হেরোইন জব্দ করে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।
মাদকের বিরুদ্ধে ডিএনসির এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।