আজ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মাস্ক না পরায় ৪৫ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে রোববার দিনব্যাপী সরকারি নির্দেশনা অমান্য করা ও মাস্ক না পরার অপরাধে ৪৫ জনকে জরিমনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করোনা সংক্রমণ রোধে সচেতনাতার পাশাপাশি এ জরিমানা আদায় করা হয়। এর অগের দিন স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৬ জনকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, রুহুল আমিন ও মংচিংনু মারমা ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করেন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৪৫ জনকে জরিমানা করা হয়। এদের কাছ থেকে বিভিন্ন পরিমানে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেয়ার পাশাপাশি প্রয়োজনে আইন প্রয়োগ করা হচ্ছে। অযথা সাধারণ মানুষ যাতে ঘোরাফিরা না করে সেজন্য বারবার আমরা মাইকিং করে বলে যাচ্ছি।

কারণ, এখন খুবই বিপজ্জনক সময়। এই সময়টাতে মানুষকে ঘরে থাকতেই হবে। এ মাহামারি থেকে রক্ষা পেতে সামাজিক দুরত্ব মেনে চলাফেরা, স্বাস্থ্যবিধি
মানা ও সচেতনতার কোন বিকল্প নেই।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। হঠাৎ করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা, জনসচেতনতায় মাইকিং করা, মাস্ক বিতরণসহ
বিভিন্ন কর্মসূচীর বাস্তবায়ন শুরু করেছেন।

দিনভর আষাড়ারে বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন প্রয়োগের পাশাপাশি
জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন। এ সময় মাইকিং করে রাস্তায় বিনা কারণে ঘোরাঘুরি না করাএবং সর্বদা মাস্ক পরিধান করারও পরামর্শ দেয়া হয় ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :