আজ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ১ কোটি ১৯ লক্ষ টাকার হেরোইন সহ আটক ১

নিউজ ডেস্ক : বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্ত এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার বোধকল্পে মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে অদ্য ০৫/০৭/২০২০ ইং তারিখ ১২:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামস্থ সুন্দরপুর বাগডাঙ্গা থেকে শুকনা পাড়া গামী জনৈক তোফাজ্জল হোসেন@তপু এর আমবাগানের সামনে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করে (ক) হেরাইন-১ কেজি ১৯৫ গ্রাম, (খ) মোবাইল সেট-০১টি, (গ) সীমকার্ড-০২, (গ) মেমোরী কার্ড-০১টি এবং (ঙ) নগদ-১০০০/- (এক হাজার টাকা) সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আফসার আলী (৩৫), পিতা-মোঃ মহসীন আলী, মাতা-মোছাঃ শাহাজাদী খাতুন, সাং-টিকরামপুর মধ্যপাড়া, ওয়ার্ড নং-১৩ পৌরসভা, থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে প্রকাশ, চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ০৫/০৭/২০২০ ইং তারিখ র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামস্থ সুন্দরপুর বাগডাঙ্গা থেকে শুকনা পাড়া গামী জনৈক তোফাজ্জল হোসেন তপু এর আমবাগানের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক সহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় সুকৌশলে অভিযান পরিচালনা করে উপরোক্ত মাদক ব্যবসায়ী ১। মোঃ আফসার আলী (৩৫), পিতা-মোঃ মহসীন আলী, মাতা-মোছাঃ শাহাজাদী খাতুন, সাং-টিকরামপুর মধ্যপাড়া, ওয়ার্ড নং-১৩ পৌরসভা, থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ১ কেজি ১৯৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার নিকট হতে মোবাইল সেট-০১টি, সীমকার্ড-০২, মেমোরী কার্ড-০১টি এবং নগদ-১০০০/- (এক হাজার টাকা) উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :