আজ শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» চাঁপাইনবাবগঞ্জে ‘প্রতিদিনের চাঁপাই’ অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন «» শিবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদিকুল ইসলামের ১০ হাজার কম্বল বিতরণ «» শিবগঞ্জে ৪ হাজার কম্বল বিতরণ «» পৃথিবী সংবাদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি ইউসুফ, সম্পাদক চাঁদ «» শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণে ব্যস্ত পরিচালক নাহিদুজ্জামান «» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা

গোমস্তাপুর ফায়ার সার্ভিসে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন । শনিবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুস সাত্তার। এ সময় স্টেশনের সিনিয়র ফায়ারম্যান রেজাউল করিম, ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যবৃন্দ সহ জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১ জুলাই গাড়ির একটি অতিরিক্ত চাকা মেরামত করার জন্য নিয়ে যাওয়া হয়। সে সময় আমার অফিসে বেড়াতে আসা আমার মেয়ে ও জামাই কে ওই গাড়িতে করে স্টেশন হইতে রহনপুর খোয়ার মোড়ে নামিয়ে দেওয়া হয় । সেসময়কার দৃশ্য ধারণ করে কয়েকটি অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। তবে আনন্দ ভ্রমনের বিষয়টি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। অত্র প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :