আজ বুধবার, ২৮ মে ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জের নির্মাণাধীন বেইলী ব্রীজ পরিদর্শন করেছেন ড. মাওলানা কেরামত আলী «» ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শিবিরের বিশাল গণজমায়েত «» শিবগঞ্জে বৃক্ষ প্রেমিক কার্তিক প্রামানিক ও শান্তি নিবিড় পাঠাগারের যৌথ বৃক্ষরোপন «» “শিবগঞ্জে মসজিদ নির্মাণে বাধা ও কোটি টাকা আত্নসাৎ” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ «» শিবগঞ্জে বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত «» শিবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল «» সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের শপথ গ্রহন অনুষ্ঠিত «» জাতাহারা ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে মীম ওবায়দুল্লাহ্ «» শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৫ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯৯ জন ।

২৭ জুন শনিবার ঢাকা ও রাজশাহী থেকে দু’দফায় ৮৪টি নমুনার ফল পাওয়া যায়। সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, নতুন সনাক্ত পাঁচ জনের ৪ জন হচ্ছে সদরের ও ১জন শিবগঞ্জ উপজেলার। সদরের ৩ জন পুরুষ ও ১জন নারী। শিবগঞ্জের ১জন পুরুষ।

সিভিল সার্জন বলেন, জেলায় সনাক্ত ৯৯ জনের মধ্যে ৫৭ জনকে ইতিমধ্যে সুস্থ ঘোষণা করা হয়েছে। শনিবার নাচোলের ৩ জনকে সুস্থ ঘোষণা করা হয়। ফলে এ পর্যন্ত সুস্থ ঘোষিত হয়েছেন সদরের ২৫ জন, শিবগঞ্জে ১০ জন, গোমস্তাপুরে ৭জন, নাচোলে ১১ জন ও ভোলাহাট উপজেলার ৪ জন।

জেলায় আরও কয়েকজন রয়েছেন সুস্থতার পথে। ফলে জেলায় এখন চিকিৎসাধীন রোগি সংখ্যা ৪২। এর মধ্যে সদরে ১১জন, শিবগঞ্জে ৭জন, গোমস্তাপুরে ১৩জন, নাচোলে ৩জন ও ভোলাহাটে ৮ জন রোগি রয়েছেন।

তিনি বলেন, এ পর্যন্ত জেলায় সনাক্ত ৯৯ জনের মধ্যে সদরের ৩৬, শিবগঞ্জের ১৭,গোমস্তাপুরের ২০,নাচোলের ১৪ ও ভোলাহাটের ১২ জন রয়েছেন।

জানা গেছে, জেলা থেকে এ পর্যন্ত ৩ হাজার ৯টি নমুনা পরীক্ষা জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত ফল পাওয়া গেছে ২ হাজার ৮২৮ টি নমুনার। এর মধ্যে পজিটিভ ফল এসেছে ৯৯টি। নেগেটিভ ফল এসেছে ২ হাজার ৭২৯টি নমূনার। এখনও ফল আসেনি ১৮১টি নমুনার।

এ ছাড়াও জেলাব্যাপী নমুনা সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। জেলায় এ পর্যন্ত সনাক্তদের বেশিরভাগই উপসর্গহীন। সুস্থদের প্রায় সকলেই বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন। বর্তমান রোগিদের বেশিরভাগই নিজ আবাসস্থলে কোয়ারান্টাইনে রয়েছেন ও ভাল আছেন। জেলায় এখন কেউ আইসোলেশনে নেই ও এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :