ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে লকডাউনের সময় হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় কুরআন ও হাদীস পড়ে নিজের ভুল বুঝতে পেরে অভিনয় ছাড়লেন বাংলাদেশের অভিনেত্রী সুজানা জাফর । পিতা আবু জাফর ও মাতা আনোয়ারা বেগমের ঘরে ২৫ সেপ্টেম্বর ১৯৮৬ সালে জন্মগ্রহন করেন তিনি ।
বাংলাদেশে এই প্রথম পবিত্র ধর্ম ইসলামের জন্য অভিনয় ছাড়লেন সুজানা জাফর । দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি । গত কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী ও ব্যবসায়ী হিসেবেও তিনি সুনাম অর্জন করেছেন । মিডিয়ায় ক্যারিয়ারে মাত্র ১৬ বছরে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে সুনামের সঙ্গে কাজ করছেন তিনি । এ সময়ে এসে জনপ্রিয় এ মডেল অভিনেত্রী মিডিয়াকে ‘গুডবাই’ বললেন ! শুধুমাত্র নিজ ধর্ম ইসলামের জন্যই নাকি অভিনয় জগত ছেড়ে দিলেন তিনি ।
গত তিন মাস হোম কোয়ারেন্টাইনে থেকে নিয়মিত কোরআন, হাদিস পড়েছেন সুজানা । আর ধীরে ধীরে নাকি বদলে গেছে তার মন । সুজানা বলেন, ‘গত ৩ মাসে কোরআন ও হাদিস থেকে যা শিখেছি, সেখান থেকে আমি যে শান্তি ও প্রশান্তি পেয়েছি, তা এর আগে কোনভাবেই কখনই পাইনি । নিবিড় ধর্মীয় চর্চা করার পর আমার মন থেকে পার্থিব এই অভিনয় জগতে অভিনয় করার ইচ্ছে চিরতরে নষ্ট হয়ে গেছে । তাই আমি আর এই জগতে কাজ করতে চাইনা ।’
উল্লেখ্য, ২০০১ সালে মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুজানা জাফর । ২০০৩ সালে তিনি লাক্স ফটোসুন্দরী খেতাব পান । এরপর অনেক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকে তাঁর দেখা মিলেছে । বর্তমানে বুটিক্স ব্যবসা করছেন তিনি ।