আজ সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» পৃথিবী সংবাদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি ইউসুফ, সম্পাদক চাঁদ «» শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণে ব্যস্ত পরিচালক নাহিদুজ্জামান «» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী

পৌরসভার কেউ চাঁদাবাজী করেনি, বিধি মোতাবেক টোল আদায় হয় -মেয়র রাজিন

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মেয়র এআরএম আজরী মো: কারিবুল হক রাজিনের বিরুদ্ধে সমর্থক লোকজন দিয়ে মহাসড়কে চাঁদা আদায়ের অভিযোগে করা মানববন্ধনের প্রতিবাদে আজ ৫ জুন এক সংবাদ সম্মেলন করেছেন মেয়র ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ । পরিকল্পিত উদ্দেশ্য হাসিলের জন্যই এই মিথ্যা অভিযোগের মানববন্ধন উল্লেখ করে মেয়র কারিবুল হক রাজিন দাবী করেন, বিধি মোতাবেক পৌর এলাকায় পণ্যভর্তি গাড়ি থেকে লোড-আনলোডের ক্ষেত্রে টোল আদায় করা হচ্ছে । এর আগে ৭ ফেব্রুয়ারী স্থানীয় দৈনিকে লোডআনলোডের টেন্ডার বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়। সর্বোচ্চ দরদাতা জাহাঙ্গীর আলম প্রকাশ্যে ডাকের মাধ্যমে ২ লাখ ৭৭ হাজার ৭শ’ টাকা মূল্যে পহেলা বৈশাখ আগামী ৩০ চৈত্র (১৪২৭) সাল এক বছর মেয়াদে টোল আদায়ের দায়িত্ব পান।

শুক্রবার ৫ জুন ২০২০ সকাল ১০ টায় শিবগঞ্জ পৌরসভা ও মেয়রের বিরুদ্ধে বিভিন্ন রকম বিভ্রান্তি-ষড়যন্ত্রমূলক ও মানহানিকর অসত্য অপপ্রচারের প্রতিবাদে পৌরসভা চত্বরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিবগঞ্জ পৌর মেয়র জনাব এ.আর.এম আজরী মোঃ কারিবুল হক রাজিন এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, টেন্ডারের সরকারি আয়কর ৫% ভ্যাট ১৫% সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখায় জমা করা হয়। পাশাপাশি ইজারাকৃত টাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে জমা দেয়া হয়। পৌরসভার স্বল্প আয় ও বিপুল পরিমাণ ব্যয় হওয়ায় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে পৌর এলাকায় বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়। এর মধ্যে পৌর এলাকায় পণ্যভর্তি গাড়ি লোড আনলোডের ক্ষেত্রে ট্যাক্স নির্ধারণ হয়।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সারাদেশের পৌরসভাগুলো নিজ এলাকার মধ্যে পণ্যভর্তি গাড়ি থেকে টোল উঠিয়ে থাকে । এমনকি চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর, নাচোল ও গোদাগাড়ী পৌরসভায়ও টোল আদায় করে থাকে । একটি স্বার্থান্বেসী মহল এ উন্নয়ন কর্মকান্ড মেনে নিতে না পারায় মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত রয়েছে।

এছাড়া আমাকে ব্যক্তিগতভাবেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আক্রমনাত্নভাবে গালিগালাজ অব্যহত রেখেছে। মিথ্যা অপপ্রচার নিয়ে যারা মানববন্ধন করেছে তারা স্থানীয় কতিপয় ছাত্রলীগ-যুবলীগের নামধারী ব্যক্তিরা, অথচ শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে শ্রমিক নেতাদের মধ্যে কেউ মানববন্ধনে ছিলনা বলে দাবি করেন তিনি ।

সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি উত্তর দেন, আমাকে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে হেয় প্রতিপন্ন করার মূল লক্ষ্য নিয়েই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।
মেয়রের জোড়ালো দাবী, পৌরসভা ও পৌরবাসীর উন্নয়নের লক্ষ্যে তিনি এবং তাঁর কাউন্সিলররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলপ্রসূতে, পৌরসভার বিগত আড়াই কোটি (২,৫০,০০০০০) টাকার ঘাটতির প্রায় দুই কোটি (২,০০০০০০০) টাকা ঘাটতি পূরণের সফলতা পেয়েছেন।

মেয়র রাজিন বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে বলেন, আমি ভুল করলে আমাকে তারা বলুক, কিন্তু ২৫ বছর আগে মৃত্যুবরণ করা আমার মৃত বাবাকেও তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে ছাড়ছেনা।

গত ৪ মে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনের বিষয়ে শ্রমিক ইউনিয়নের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল কাদের জিলানী বলেন, আমাদের ব্যানার তারা ব্যবহার করেছে অথচ আমরাই কিছু জানি না। এ বিষয়ে জেলার নেতৃবৃন্দকে জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।

শিবগঞ্জ পৌর পরিষদের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সালাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাদিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কাজিউজ্জামান বাবু, খাইরুল আলম জেমসহ সংরক্ষিত নারী কাউন্সিলররা।

এছাড়া শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, টাংলোরী, কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়নের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল কাদের জিলানীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার, ইজারাদার, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা সংবাদ সম্মেলনে অংশ নেন।

প্রসঙ্গত, অবৈধভাবে পণ্যভর্তি গাড়ি থেকে টোল আদায়ের প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) চাঁপাইনবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :