নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাবের অভিযানে ১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার করেছে।
নাচোল থানা সূত্রে জানাগেছে, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল আজ বৃহস্প্রতিবার দুপুর ২.৩০মিনিটে নাচোল উপজেলার নেজামপুর এলাকার দিঘীপাড়া অচিন চন্দ্র কবিরাজ এর বাড়ীর ৫০ গজ দক্ষিণ নাচোল হইতে গোদাগাড়ী যাওয়ার পাকা রাস্তার পূর্বপাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ৯৯০ পিস, হেরোইন ৬৫ গ্রাম, মটরসাইকেল-১ টি, হিলমেট-১ টি, মোবাইল সেট-১ টি, সীমকার্ড-২ টিসহ, মোঃ আবু(৪০)কে আটক করে। আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বটতলাহাট নামোশংকরবাটির, মৃত সাইদুর রহমান ছেলে। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নাচোল থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যাবের অভিযানে ১ মাদক ব্যবসায়ী আটক
সংবাদ ক্যাটাগরি : অপরাধ || প্রকাশের তারিখ: 4 June 2020, সময় : 5:50 PM
আপনার মতামত দিন :