আজ শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম

গোমস্তাপুরে “সেবাই রহনপুর” নামে সংগঠনের আত্মপ্রকাশ

অলিউল হক ডলার, নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় “সেবাই রহনপুর” নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সেবামুলক সংগঠনের আত্মপকাশ হয়েছে। গত ১৫ই মে শুক্রবার কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব সমর্থনের ভিত্তিতে এমডি ইলিয়াস কুদ্দুস সভাপতি,নাদিমুল ইসলাম সহ সভাপতি,পিয়াস আহমেদ সাধারণ সম্পাদক, আকতারুল বাবু যুগ্ন সাধারণ সম্পাদক , জুবায়ের হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এছাড়া রহনপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে সদস্য মনোনীত করা হয়। সদস্যরা হলেন, আকাশ খান(১নং ওয়ার্ড), ইমতিয়াজ (২নংওয়ার্ড), তুষার রাজ (৩নং ওয়ার্ড), সজল(৪নং ওয়ার্ড), সোহান (৫নং ওয়ার্ড), সাকির (৬নং ওয়ার্ড) আখের(৭নং ওয়ার্ড), সাহিন আলম(৮নং ওয়ার্ড),জাকির হোসেন সনি (৫নং ওয়ার্ড) । এছাড়া ৩জন মহিলা সদস্যরা মনোনীত করা হয়। এরা হলেন, মুনজিলা শান্তি, টুম্পা ও ডিমপেল কুইন । সংগঠনটি সুচারুরুপে পরিচালনার জন্য ৯সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি এমডি ইলিয়াস কুদ্দুস বলেন, “এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এলাকার অবহেলিত দরিদ্র-অসহায় মানুষের সেবা ও সহযোগিতার জন্য এই সংগঠনটি কাজ করবে। তিনি নতুন কমিটির পক্ষে সমাজের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।”

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :