চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তোহাখনা নিয়ামতিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ ৪র্থ শ্রেণী কর্মচারী বিভিন্ন পদে নিয়োগের ব্যাপারে দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মাদ্রাসায় কয়েক দফা পিরাপত্তা কর্মী, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগের জন্য ২২/১১/২৫ ইং-নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। বিভিন্ন পদে ৫০ জন প্রার্থী আবেদন করেন। ইতোপূর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোনিত প্রতিটি পদে ৩/৪ ভান করে প্রার্থীদের ইন্টারভিউ কার্ড ইস্যু করে চাঁপাইনবাবগঞ্জ আলেয়া মাদ্রাসায় নিয়োগ দান ব্যর্থ হয়। এবাবো তিনি তার মনোনীত প্রার্থীদের নিয়োগদানের জন্যে প্রার্থী ও প্রক্সি দিয়ে নিয়োগ দেয়ার ব্যবস্থা করছেন। ৫০ জন প্রার্থীর মধ্যে কয়েক জনকে ইন্টারভিউ কার্ড দিয়েছেন। অবৈধ ভাবে নিয়োগ বন্ধের জন্য জনৈক প্রার্থী মোঃ সাদিকুল ইসলাম জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ বরাবর আবেদন করেছেন। আবেদন সদয় অবগতি ও প্রযোজনীয় ব্যবস্থ্যা গ্রহনের জন্য অনুলিপি প্রেরন
করা হয়েছে বলে জানা গেছে ।
