হাবিবুল বারি হাবিব : দীর্ঘ সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নিজের তৈরি করা আদালতেই তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল । সোমবার ১৭ নভেম্বর ২০২৫ দুপুরে এ রায় ঘোষণা করা হয় । ক্ষমতায় থাকাকালীন গত ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ মানুষের উপর গণহত্যা চালানোর অভিযোগে এ রায় দেন ট্রাইব্যুনাল ।
বেলা ১১টায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার রায় ঘোষণা করা হয় । ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী ।
নিজের তৈরি আদালতেই নিজের বিরুদ্ধে ফাঁসির রায়ের বিষয়টি নিয়ে বেশ আলোচনার তৈরি হয়েছে দেশে । স্বাধীনতার পরে “আইন সবার জন্য সমান” এই উক্তির বাস্তবায়ন প্রথম দেখলো বাংলাদেশের জনগন । এদিকে রায় কে কেন্দ্র করে অনলাইন বক্তব্যে শাটডাউন কর্মসূচিরও ঘোষণা করেছিল আওয়ামীলীগ ।
একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ।
