হাবিবুল বারি হাবিব : অনেক জল্পনা-কল্পনা, অভিযোগ ও পাল্টা অভিযোগের পর ডাকসুর ভিপি হলেন শিবির নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো: আবু সাদিক (সাদিক কায়েম) । মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোটগ্রহণ । এরপর ভোট গণনা শেষে পরদিন ১০ সেপ্টেম্বর রাত ১:৩০ টায় ঘোষিত হয় বেসরকারি ফলাফল এবং সকাল ৮:৩০ টায় ঘোষনা হয় চূড়ান্ত ফলাফল । ফলাফলে শিবির নেতা মো: আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭ শত ৮ ভোট । সারাদিনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন । এই নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন ।
