ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দুর্লভপুর ইউপি চেয়ারম্যান ও নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


আগস্ট ৩১, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে “তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দ্বীপ্ত ছড়াও বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে এসএসসি, দাখিল ও সমমান-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ সকালে দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আজম এর সভাপতিত্বে নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় দুর্লভপুর ইউনিয়নের ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আব্দুল মান্নান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালটুঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মো: মানিকুজ্জামান, এবং নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও আব্দুর রাকিব । অনুষ্ঠানে প্রায় ২৫০ জন শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ । এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান একটি ব্যতিক্রমধর্মী ও প্রংশনীয় আয়োজন উল্লেখ করে ইউপি চেয়ারম্যান গোলাম আজমকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান অতিথি, কৃতি ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ । এমন সুন্দর আয়োজনকে অদ্বিতীয় ও প্রেরণামূলক উল্লেখ করে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ এই চেয়ারম্যানের প্রশংসায় বক্তব্য রাখেন অনেকেই । প্রতি বছর শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে উৎসাহ ও প্রেরণা বাড়াতে এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষার জন্য ইউপি চেয়ারম্যানের প্রতি অনুরোধ ও করেন তারা । দুর্লভপুর ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যানকে অনুসরণ করে অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ এমন আয়োজন করবেন বলেও আশা ব্যক্ত করেন উপস্থিত সকলেই । অনুষ্ঠানে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, কর্মকর্তা ও কর্মচারী, নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি সাকির আহমেদ ও দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।