হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে “তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দ্বীপ্ত ছড়াও বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে এসএসসি, দাখিল ও সমমান-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ সকালে দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আজম এর সভাপতিত্বে নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় দুর্লভপুর ইউনিয়নের ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আব্দুল মান্নান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালটুঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মো: মানিকুজ্জামান, এবং নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও আব্দুর রাকিব । অনুষ্ঠানে প্রায় ২৫০ জন শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ । এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান একটি ব্যতিক্রমধর্মী ও প্রংশনীয় আয়োজন উল্লেখ করে ইউপি চেয়ারম্যান গোলাম আজমকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান অতিথি, কৃতি ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ । এমন সুন্দর আয়োজনকে অদ্বিতীয় ও প্রেরণামূলক উল্লেখ করে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ এই চেয়ারম্যানের প্রশংসায় বক্তব্য রাখেন অনেকেই । প্রতি বছর শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে উৎসাহ ও প্রেরণা বাড়াতে এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষার জন্য ইউপি চেয়ারম্যানের প্রতি অনুরোধ ও করেন তারা । দুর্লভপুর ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যানকে অনুসরণ করে অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ এমন আয়োজন করবেন বলেও আশা ব্যক্ত করেন উপস্থিত সকলেই । অনুষ্ঠানে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, কর্মকর্তা ও কর্মচারী, নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি সাকির আহমেদ ও দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
