ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে বন্যা কবলিত মানুষের পাশে ড. কেরামত আলী


আগস্ট ১৯, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুল বারি হাবিব : সম্প্রতি বন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বেশ কিছু নিম্ন এলাকা প্লাবিত হওয়ায় দ্বিতীয় দিনের মতো বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ও এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. কেরামত আলী । মঙ্গলবার (১৯ আগস্ট ২০১৫) সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সাহেবের ঘাট এলাকায় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো: মানিকুজ্জামান এর সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. কেরামত আলীর সার্বিক পরিকল্পনা ও সহযোগিতায় স্থানীয় জগন্নাথপুর ও নামোজগন্নাথপুর এলাকার প্রায় শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয় । এসময় ড. কেরামত আলী বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা মানুষ হিসেবে আপনাদের কষ্ট ভাগাভাগি করতে এসেছি । সহায়তা নয়, বরং আপনাদের মাঝে আসার সময় কিছু উপহার নিয়ে এসেছি । একজন মানুষ হিসেবে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং সেই দায়িত্ব পালন করতেই আমরা আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি । সর্বদাই অসহায় মানুষের সহায়তায় জামায়াতে ইসলামীর এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ড. কেরামত আলী । খাদ্যসামগ্রী উপহার প্রদানকালে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: সাদিকুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ আলী ও জামায়াত নেতা মশিউর রহমান প্রমুখ ।