হাবিবুল বারি হাবিব : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গুলনাহার-কশিমুদ্দিন (জিকে) ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ডিগ্রী কলেজ চত্বরে বিনোদপুর ইউনিয়নের ৬ শতাধিক অসহায়, দরিদ্র, কর্মহীন অটোচালক, রিকশা চালকদের মাঝে উপহার সামগ্র্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণীকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবীর মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, বিনোদপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার হোসেন, বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম ডুডু, সহ-সভাপতি জাহিদ হাসান মাসুম, সাধারণ সম্পাদক এইচ.এম ইসমাইল, সাবেক ছাত্রনেতা আশরাফুল হক সুমন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, শিবগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, বিনোদপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রতন রাহাত প্রমূখ। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কে সচেতনতামুলক আলোচনা ও স্বাস্থ্যবিধি মেনে চলা পরামর্শ দেয়া হয়।
শিবগঞ্জে কর্মহীন ও অসহায়দের পাশে জিকে ফাউন্ডেশন
সংবাদ ক্যাটাগরি : স্বেচ্ছাসেবী সংবাদ || প্রকাশের তারিখ: 28 April 2020, সময় : 1:49 PM
আপনার মতামত দিন :