পৃথিবী সংবাদ ডেস্ক : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন ও অভুক্ত মানুষের সহযোগীতায় সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান এগিয়ে আসছেন।
তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের অসহায় ও দরিদ্রদের পাশে ব্যক্তিগতভাবে রয়েছেন খাদেমুল ইসলাম রনি ও বদিউজ্জামান সুজন মন্ডল। আজ ২২ এপ্রিল ২০২০ জেলার শিবগঞ্জ পৌর এলাকার ৬০ টি পরিবারের মধ্যে সবজি হিসেবে ঢেঁড়স ও শসা বিতরণ করেন তারা।
এর আগেও তারা নিজ উদ্যোগে ১৫০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও আলু সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বলে জানা গেছে। এমনকি তাদের এই ধারা অব্যহত থাকবে বলে জানান খাদেমুল ইসলাম রনি ও বদিউজ্জামান সুজন মন্ডল।