নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সাধারণ ছুটির আওতায় পুরো দেশ। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণী-পেশার মানুষের বাইরে বের হওয়া বন্ধ করে দেয়া হয়। এর কারণে কিছুটা খাদ্য সঙ্কটে পড়েন নিম্নআয়ের সাধারণ মানুষ। এসব মানুষের খাদ্য ঘাটতি মেটাতে ৩১ মার্চ (মঙ্গলবার) খাদ্য সামগ্রী দিয়ে তাদের পাশে দাড়ালেন শিবগঞ্জ উপজেলার সাদিয়া ক্লিনিকের পরিচালক ডাঃ মোহাঃ শফিউল ইসলাম। তিনি এসময় করোনা ভাইরাস মোকাবেলায় সমাজের বিত্তবান লোকদের গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
তিনি বলেন, করোনা ভাইরাসটি যেহেতু জাতীয় সমস্যা তাই সকল পেশাজীবি মানুষকেই সচেতন হওয়ার মাধ্যমে এ মহামারী ব্যধি থেকে মুক্তির পথ খুজতে হবে । শুধু একটু সচেতনতাই পারে করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে । তাই আসুন আমরা সকলেই সচেতন হই ।