ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে করোনা ভাইরাসসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা করেছে সদর থানার ওসি তানভিরুল ইসলাম। শনিবার (১৪ ই মার্চ) দুপুর ১২ টায় ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতামূলক প্রচারণা করা হয়।
এসময় ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম, করোনা ভাইরাস, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা, বিকাশ প্রতারণা, বাল্যবিবাহ, চুরি, জঙ্গীবাদ, মাদক, আত্মহত্যা, রাস্তা পারাপারসহ বিভিন্ন বিষয়ে কলেজের শিক্ষার্থীদের সচেতন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবু বকর ছিদ্দিক, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক তাজুল ইসলাম, সদর থানার প্রবেশনার সাব ইন্সপেক্টর আফরিনা খাতুনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে পুলিশের সচেতনতামূলক প্রচারণা
সংবাদ ক্যাটাগরি : শিক্ষাঙ্গন || প্রকাশের তারিখ: 14 March 2020, সময় : 12:08 PM
আপনার মতামত দিন :