আজ রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» জাতাহারা ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে মীম ওবায়দুল্লাহ্ «» শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

জাতাহারা ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে মীম ওবায়দুল্লাহ্

এম এ করিম, চাঁপাইনবাবগঞ্জ থেকে : উৎসাহ্ উদ্দীপনা ও নির্বাচনী মাঠের উৎফুল্ল আমেজ নিয়ে আবারও মেতে উঠেছে জাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচন । দিন যতই গড়াচ্ছে বাজার সমিতির নির্বাচন ঠিক ততই ঘনিয়ে আসছে।এতে করে ভোটারদের মধ্যে তৈরি হচ্ছে ভিন্ন ভিন্ন পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে যোগ্য প্রার্থী হিসেবে কাকে বণিক সমিতির দায়িত্ব দেওয়া যায় তার এমন সিদ্ধান্তে মেতে উঠেছে জাতাহারা বাজারও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচন । এদিকে চলতি বছরের নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদ প্রার্থী হিসেবে জনমতের স্থান করে নিয়েছে সমিতিটির সাবেক সফল সহ-সভাপতি মীম ওবাইদুল্লাহ্।সমিতির নির্বাচনে বিভিন্ন পদের মাঝে বাজার পিতা তৈরীতে সভাপতি পদে দুই জন প্রার্থীর লড়াইয়ে সৎ যোগ্য ও আদর্শিক নির্ভীক দুঃসাহসী অদম্য উন্নয়নে সূক্ষ্ম বুদ্ধিমত্তা ও সঠিক বিচার প্রণয়ন সহ বাজারবাসীর সকল দাবি দাওয়া আদায়ে অগ্রহণী ভূমিকা রাখায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জনমতে জয়জয়কার স্থান করে নিয়েছে মীম ওবায়দুল্লাহ্। তাছাড়া,জাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির অভিভাবক তৈরিতে প্রার্থীর দোষ গুণ বিচার করছে সমিতির ভোটাররা।এদিকে নির্বাচনকে কেন্দ্র করে জাতাহারা বাজার সরেজমিনে ঘুরে ভোটারদের সাথে কথা বললে তারা জানায়,সারা বাংলাদেশ যখন সংস্কার হচ্ছে তখন এ-রই ধারাবাহিকতার ন্যায় নিষ্ঠা ও বলিষ্ঠ ইসলামী চেতনার আদর্শিক নন্দিত পরিশ্রমী সুবিধাবঞ্চিত ভুক্তভোগী অসহায় মানুষের বন্ধু এবং বাজার সংস্কার উন্নয়ন মাদকমুক্ত সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দোকান চুরি রোধ শক্ত হাতে মোকাবেলা করবে এমন যোগ্য প্রার্থী মীম-ওবাইদুল্লাহ্ বলে মনে করেন ভোটাররা । এছাড়াও,বাজারে জলবদ্ধতার সুব্যবস্থা যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা সহ সমিতির আওতায় সিসি ক্যামেরায় আচ্ছাদিত বাজারবাসীর সার্বিক যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে উদ্যোমী সাবেক সফল সহ-সভাপতি মীম ওবায়দুল্লাহ্ কে সামাজিক ও ইসলামিক গাম্ভীর্য দৃষ্টিকোণ থেকে বাজারের রুপরেখা পরিবর্তন এবং আদর্শ ও স্মার্ট বাজার গঠনে অভিভাবক হিসেবে নতুন মুখ সন্ধানে মীম ওবায়দুল্লাহ্কেই চাই বাজারবাসী ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :